শনি এবং রবিবার শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটবে না। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পূর্ব রেল (Eastern Railway)। এর আগে জানানো হয়েছিল যে বিরাটি এবং মধ্যমগ্রাম (In between Birati and Madhyamgram Station) স্টেশনের মাঝের একটি রেল সেতুতে মেরামতির কাজ চলবে। যার জেরে আপ এবং ডাউন লাইনে পাওয়ার ব্লক থাকবে। সেই কারণে কারণে মূলত বনগাঁ, হাসনাবাদ শাখার ট্রেন চলাচল ব্যাহত হবে। কিন্তু আপাতত মেরামতির কাজ বাতিল করা হয়েছে। তাই লোকাল ট্রেনের সময়সূচিতে (No changes in local train schedule) কোনও পরিবর্তন হচ্ছে না।
পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে প্রথমে বলা হয়েছিল শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা মেরামতির কাজ হবে। একাধিক ট্রেন বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করায় চিন্তায় পড়েছিলেন বনগাঁ, হাসনাবাদ লাইনের নিত্যযাত্রীরা। রোজি মেরামতির জন্য শিয়ালদাহ ডিভিশনে কোনো না কোনো রুটে ট্রেন বাতিলের অসন্তোষ বাড়ছিল। শুক্রবার রাতে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল আপাতত মেরামতির কাজ হবে না তবে পুনরায় এই কাজের দিনক্ষণ সম্পর্কে কিছুই স্পষ্ট করে বলা হয়নি।