মিলল না স্বস্তি! আরও ১৪ দিন জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে

0
3

অস্বস্তি অব্যহত আপ (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal)। শনিবার আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে (Chief Minister Delhi) ফের ১৪ দিনের জেল হেফাজতের (Jail Custody) নির্দেশ দিল আদালত। আগামী ১২ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

চলতি সপ্তাহের সোমবার তিহাড় জেলে গিয়ে আম আদমি পার্টির প্রধানকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে তিনদিনের সিবিআই হেফাজত হয়েছিল কেজরিওয়ালের। শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক সুনেনা শর্মার বিশেষ বেঞ্চে কেজরির মামলাটি উঠেছিল। সিবিআই জানিয়েছিল, তদন্তের অগ্রগতি এবং প্রকৃত ন্যায় বিচারের স্বার্থে কেজরির আরও কিছু দিন হেফাজতে থাকা প্রয়োজন। তারপরই কেজরির জেল হেফাজতের মেয়াদ বাড়াল আদালত।