গতকাল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় পায় টিম ইন্ডিয়া। ইংরেজদের হারিয়ে ফাইনালের টিকিট পাঁকা করে ফেলে রোহিত শর্মার দল। আর এরপরই আইসিসির ওপর তোপ দাগলেন প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অভিযোগ করেন, আইসিসি ভারতের প্রতি পক্ষপাতিত্ব করে ।
এই নিয়ে ভন বলেন, “ এটা তো ভারতের প্রতিযোগিতা। ওরা নিজেদের পছন্দ মতো সময়ে খেলতে পারে। ওরা প্রতিযোগিতা শুরুর আগে থেকে জানে কোন স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে হবে। ওরা সব ম্যাচ সকালে খেলে যাতে ভারতে সকলে রাতে খেলা দেখতে পারে। আমি জানি ক্রিকেটে টাকা একটা বড় ভূমিকা নেয়। কিন্তু এগুলো দ্বিপাক্ষিক সিরিজে হলে মানা যায়। তাই বলে বিশ্বকাপে! আইসিসি-র উচিত আর একটু বেশি স্বচ্ছতা বজায় রাখা। ভারত বেশি টাকা দেয় বলে ওদের সব সুবিধা করে দেওয়াটা ঠিক নয়।” এখানেই না থেমে ভন আরও বলেন, “ যেটা বললাম। দ্বিপাক্ষিক সিরিজে এগুলো মানা যায়। কিন্তু বিশ্বকাপে কোনও একটি দলের কথা ভেবে তাদের সুবিধা করে দেওয়াটা ঠিক নয়। আর এই প্রতিযোগিতাটা তো পুরোপুরি ভারতের কথা ভেবেই তৈরি করা হয়েছ।”
এই প্রথম নয়, ভন এর আগেও ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে অভিযোগ করেছিলেন।
আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপট শেফালি-স্মৃতির, প্রথম দিনেই ভারতের রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ৫২৫