শুক্রবার সকাল থেকেই কলকাতা (Kolkata)-সহ রাজ্যের একাধিক প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি (Rain)। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। এরই মধ্যে এদিন সকালে কলকাতার গল্ফগ্রিনে বৃষ্টিতে গাছ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। সূত্রের খবর ওই ব্যক্তি পেশায় রিক্সাচালক (Rickshaw Driver)। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে রিক্সায় বসে ছিলেন অলোক কয়াল (৪২) নামে ওই ব্যক্তি। আচমকা একটি গাছ তাঁর রিক্সার উপর ভেঙে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির সময় গল্ফগ্রিন সেন্ট্রাল পার্কের সামনে রাস্তার ধারে নিজের রিক্সাতেই বসেছিলেন ওই ব্যক্তি। এরপর আচমকা জোরে হাওয়া দেয় এবং পাশের একটি গাছ আচমকাই রিক্সার উপর ভেঙে পড়ে। গুরুতর চোট পান ওই ব্যক্তি। এরপরই বিষয়টি নজরে আসতে স্থানীয়রা তাঁকে নিয়ে এম আর বাঙ্গুর হাসপাতালে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। সেখানেই চিকিৎসকরা ওই রিক্সাচালককে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত ব্যক্তি ক্যানিংয়ের বাসিন্দা। গল্ফগ্রিন এলাকায় রিক্সা চালিয়ে রোজগার করতেন তিনি। তবে ওই ব্যক্তির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া।


বৃহস্পতিবার থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবারও সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তবে এদিন সকাল থেকে আকাশও মেঘলা রয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা নিম্নচাপে পরিণত হতে পারে। আর তাঁর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই শুক্রবার কলকাতায় মৃত্যু হল রিক্সাচালকের।










































































































































