কলকাতাগামী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক! দক্ষিণেশ্বরে ট্রেন থামিয়ে চলছে তল্লাশি

0
1

কলকাতাগামী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক! কলকাতা স্টেশনগামী ট্রেনটির এস-৮ কামরায় বিস্ফোরক আছে বলে খবর আসে রেল পুলিশের কাছে। যার জেরে দক্ষিণেশ্বর স্টেশনে দীর্ঘক্ষণ ধরে থমকে ডাউন জম্মু তাওয়াই এক্সপ্রেস।

জানা গিয়েছে, একটি একটি পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়ায় ট্রেনে। পরিত্যক্ত ওই ব্যাগটি ট্রেনের যাত্রীদের নজরেই প্রথমে আসে। এরপরই তল্লাশি শুরু করেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা। আনা হয়েছে স্নিফার ডগও। এর জেরে প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ট্রেন থেকে সব যাত্রীদের নামিয়ে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে ব্যাগটিতে।

এদিকে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রী পরিষেবা বিঘ্নিত হয়। ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। অন্যদিকে আটকে পড়েন লোকাল ট্রেনের যাত্রীরাও। তাঁদের অনেকেই লাইনে নেমে পরিস্থিতি নিয়ে ক্ষোভও উগড়ে দেন।

আরও পড়ুন- পরীক্ষায় জালিয়াতি-দুর্নীতি রুখতে এনটিএ-তে কী পরিবর্তন আনা উচিত? এবার পড়ুয়াদের মতামত চাইল কমিটি