পুরুলিয়ায় মদের বোতলের কিউআর কোডের দৌ.লতে পা.কড়াও ডাকাতদল

0
3

আক্ষরিক অর্থেই প্রযুক্তির সাফল্য। ডাকাত দলের ফেলে যাওয়া মদের খালি বোতলের কিউআর কোডের সূত্র ধরেই ছজন আন্তঃরাজ্য ডাকাতকে গ্ৰেফতার করল পুরুলিয়া জেলা পুলিশ। উদ্ধার হয়েছে ৬টি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড কার্তুজ ও কিছু নথি। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই তথ্য জানান। তবে তদন্তের স্বার্থে ধৃত ডাকাতদের নাম প্রকাশ করেননি তিনি। বলেন, দলের আরও কয়েকজন এখনও পলাতক। তাদের ধরার চেষ্টা চলছে। তবে পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি সাঁওতালডি থানার পারবহাল গ্ৰামে, দুজন ঝাড়খন্ডের ধানবাদ জেলার কাঁড়রা ও একজন চন্দনকিয়ারীর বাসিন্দা।

তবে এটাই প্রথম নয়। পুরুলিয়ায় গত দুবছরে বেশ কয়েকটি এমন ডাকাতির ঘটনা ঘটেছে। রঘুনাথপুর, আদ্রা, আড়ষা থানার সেনাবনা ও পুরুলিয়া মফস্বল থানার নদীয়াড়া গ্ৰামে ডাকাতির ঘটনায় কিছু মিল দেখে পুলিশের সন্দেহ হয়, একই ডাকাতদল ঘটনাগুলি ঘটিয়েছে। এরা নগদ টাকা, সোনাদানা লুট করার পাশাপাশি বাড়ির লোকেদের মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক লুট করে নিয়ে যেতো। সেগুলি তারা সঙ্গে রাখত না। কোন জায়গায় ফেলে যেতো। নদীয়াড়া গ্ৰামে ডাকাতি করার সময় ডাকাতরা মদ খেয়ে খালি বোতল ফেলে রেখে যায়। সেই বোতলের সূত্রেই সাফল্য এসেছে। পুলিশ সুপারের আশা শীঘ্র বাকি ডাকাতরাও ধরা পড়বে।