রাস্তা-ফুটপাত দখল, সরকারি জমি জবরদখল, বেআইনি পার্কিং-এই সব নিয়ে সপ্তাহের শুরু থেকেই কড়া অবস্থান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার তাঁর নির্দেশের পরেই বেআইনি হকার উচ্ছেদে তৎপর হয় পুলিশ-প্রশাসন। বৃহস্পতিবার, অবশ্য মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, হকার উচ্ছেদ তাঁর লক্ষ্য নয়। তবে, রাজ্যের শহর ও শহরতলিকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে বেআইনি দখলদারি হটাতে চান তিনি। একই সঙ্গে মমতা জানান, তিনি হকারদের ভালবাসেন। তার কারণেও ব্যাখ্যা করেন মমতা।মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ”হকারদের (Hawker) আমি ভালবাসি কেন জানেন? তার কারণ, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে আর সবাই মুখ ফিরিয়ে চলে গেলেও হকারেরা ছুটে আসেন। ওঁরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কোনও মেয়ের সঙ্গে দুর্ব্যবহার হলে প্রতিবাদ করেন।” এর পরেই জবলদখল হঠানোর প্রশ্নে মমতা বলেন, ”কিন্তু আমি যেটা করছি, সেটা ওঁদের বিরুদ্ধে নয়। কলকাতাকে সুন্দর করতে হবে। আপনারা সহযোগিতা করুন, সরকার আপনাদের সঙ্গে থাকবেন।”
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.