কেন্দ্রের অগণতান্ত্রিক তিনটি নতুন প্রস্তাবিত ফৌজদারি আইনের তড়িঘড়ি বাস্তবায়নের নিন্দা ও প্রতিবাদে সরব হলেন পশ্চিমবঙ্গের বার কাউন্সিলের সদস্যরা। ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনাম ২০২৩ বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
১ জুলাই ভারতীয় দণ্ডবিধি ১৮৬০, ফৌজদারি কার্যবিধি ১৯৭৩ ও ভারতীয় প্রমাণ আইন ১৮৭২-এর পরিবর্ত হিসেবে ওই তিন আইন কার্যকর হবে। বার কাউন্সিলের সদস্যরা তাঁদের সর্বসম্মত মতামত প্রকাশ করে জানান, নতুন আইন গণবিরোধী, অগণতান্ত্রিক, কঠোর। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। ও গণতান্ত্রিক ওই তিন আইন তীব্র বিরোধিতা করছি আমরা। প্রতিবাদে বার কাউন্সিল ১ জুলাই ‘কালো দিবস’ হিসেবে পালন করবে।
আরও পড়ুন- বহিরাগতদের কলেজে এনে দাদাগিরি! পড়ুয়াদের হেনস্থা এবিভিপির, প্রতিবাদ টিএমসিপির