জ্বর হলেই মুঠো মুঠো প্যারাসিটমল (Paracetamol) খাচ্ছেন? ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক খেয়ে কী মারাত্মক বিপদ ডেকে আনছেন জানেন? বড় সতর্কতা জারি করল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)। প্যারাসিটামল, প্যান্টোপ্রাজল সহ প্রায় ৫০ টি ওষুধের নমুনা মানসম্মত নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন তারা। এদের মধ্যে ২২টি হিমাচলপ্রদেশে তৈরি করা হয়। এছাড়াও জয়পুর, হায়দরাবাদ, ওয়াঘোড়িয়া এবং গুজরাটের ভাদোদরা, অন্ধ্রপ্রদেশ এবং ইন্দোর থেকে নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে এই সিদ্ধান্ত জানিয়েছে ভারতের সর্বোচ্চ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (Central Drugs Standard Control Organization)।
বৃহস্পতিবার সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন একটি সতর্কবার্তা জারি করে জানায় যে মোট ৫২টি ওষুধের নমুনা পরীক্ষা করা হয়। এদের গুণমান ঠিক না থাকার কারণে ওষুধ নিয়ন্ত্রকের তরফ থেকে সংশ্লিষ্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে নোটিশ পাঠানো হয়েছে। এই ওষুধগুলো বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।