বনরক্ষী নিয়োগের নিয়ম বদল করল রাজ্য সরকার। আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ম বদল অনুমোদিত হল। বনরক্ষী নিয়োগের দায়িত্বে ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এখন থেকে বনরক্ষী নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন। এক্ষেত্রে প্রার্থীদের উচ্চতা ও ছাতির মাপকাঠি শিথীল করা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে ছাতির মাপ রাখতে হত ৮৪ সেন্টিমিটার। মেয়েদের ক্ষেত্রে ৭৯ সেন্টিমিটার। উভয় ক্ষেত্রেই ৫ সেন্টিমিটার করা ছাড় দেওয়া হল। রাজবংশী, গোরখা, তফশীলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে আগের নিয়মে উচ্চতা হতে হত ১৫২.৫ সেন্টিমিটার। এখন ১৫২ সেন্টিমিটার উচ্চতা হলেই আবেদন করা যাবে। বনাঞ্চলের বাসিন্দাদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন- বহিরাগতদের কলেজে এনে দাদাগিরি! পড়ুয়াদের হেনস্থা এবিভিপির, প্রতিবাদ টিএমসিপির







































































































































