কয়লা পাচার মামলায় গ্রেফতার ইসিএলের প্রাক্তন ম্যানেজারসহ ২ ব্যবসায়ী

0
2

কয়লা মামলায় ECL-এর প্রাক্তন জেনারেল ম্যানেজার এবং দুই কয়লা ব্যবসায়ীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ মঙ্গলবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে (Nizam Palace)ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ানে অসঙ্গতি মেলায় ইসিএলের কুনস্তোরিয়া এলাকার প্রাক্তন জিএম অমিত কুমার ধর, ব্যবসায়ী বাপি ঠাকুর ও বিদ্যাসাগর দাসকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। এদিনই তাঁদের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়।

সিবিআই সূত্রে জানা যায়, বাপি এবং বিদ্যাসাগর দু’জনের বিরুদ্ধে অবৈধ কয়লা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। দুজনেই আসানসোলের বাসিন্দা। ২০২০ সালে এই মামলার তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। গত ২০ জুন এই মামলায় ইসিএলের জিএম নরেশ কুমার সাহা ও কয়লা ব্যবসায়ী অশ্বিনী কুমার যাদবকে গ্রেফতার করা হয়। আগামী ২ জুলাই চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে। সেদিন সব অভিযুক্তকে হাজির থাকার নির্দেশ দিয়েছে আদালত।