“শেষ” বলেও লোকসভায় প্রত্যাবর্তন দেবের! তেরঙ্গাকে সামনে রেখেই এগনোর শপথ যোদ্ধার

0
4

১৭তম লোকসভার শেষ অধিবেশনের শেষ দিনে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব (Dev)। সংসদে সেটাই তাঁর শেষ দিন। রাজনীতিতে আর থাকতে চান না বলেও ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তা হয়নি। ফের একবার সেই ঘাটাল থেকেই লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন দেব। এই নিয়ে তৃতীয় বার ঘাটাল থেকে সাংসদ নির্বাচিত হলেন দেব।

আজ, বুধবার ১৮তম লোকসভার সাংসদ হিসেবে ফের শপথ নিলেন দেব (Dev)। দলের বাকি সাংসদদের মতো লোকসভায় বাংলাতেই শপথবাক্য পাঠ করেন তিনি। শপথবাক্য পাঠের সময়ও ঘাটালের মানুষকে ধন্যবাদ জানান দেব। সোশ্যাল মিডিয়াতেও শপথগ্রহণের সেই ভিডিও পোস্ট করেছেন দেব, যার ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে বলিউডের ‘যোদ্ধা’ ছবির ‘তেরঙ্গা’ গানটি।

ঘটনাচক্রে দেবের একটি ছবির নামও ‘যোদ্ধা’। সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, ‘তৃতীয়বার নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানান ঘাটালের মানুষকে’। লোকসভায় দেবের এই প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। প্রসঙ্গত, গোটা ভোট পর্বে শুধু নিজের জন্য নয়, তৃণমূলের অন্যান্য প্রার্থীদের হয়েও জোরদার প্রচার চালিয়েছিলেন দেব।

আরও পড়ুন: ডেঙ্গি রোধে চূড়ান্ত সতর্কতার নির্দেশ দিল রাজ্য সরকার