ফের খাস কলকাতায় (Kolkata) মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক অ্যাপ ক্যাব (App Cab) চালকের বিরুদ্ধে। সূত্রের খবর, গাড়ির এসি চালানো নিয়ে ঝামেলার জেরে মহিলার সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্ত ক্যাব চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত চালকের নাম ললিত ছৌপল। ৩৪ বছরের ওই চালকের বাড়ি গড়িয়াহাটে।


পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে গড়িয়াহাট যাওয়ার জন্য একটি অ্যাপ ক্যাব বুক করেছিলেন গাঙ্গুলিবাগানের এক মহিলা। গাড়িতে ওঠার পর ওই মহিলা যাত্রী এসির হাওয়া কমানোর জন্য অনুরোধ করেন। তিনি একাধিকবার বিষয়টি নিয়ে অ্যাপ ক্যাব চালককে অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি ওই গাড়ির চালক। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর গাড়িটি যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছতে গাড়ি থামানোর কথা বলে ওই মহিলা যাত্রী। গাড়ি থেকে এরপর নেমে যান তিনি। অন্যদিকে, ওই যাত্রী নেমে পড়তেই নেমে পড়েন সেই চালকও। এরপর দু’জনের মধ্যে ভাড়া নিয়ে বচসা শুরু হয়। মহিলার অভিযোগ, এই সময়েই তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন ওই গাড়ির চালক। চালকের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তোলেন তিনি।


এরপরেই পুলিশের দ্বারস্থ হয়ে পুরো বিষয়টি নিয়ে জানান তিনি। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তবে মহিলার থেকে ওই অ্যাপ ক্যাব চালকের তথ্য সংগ্রহ করে ২৪ ঘণ্টার মধ্যেই ওই চালককে গ্রেফতার করা হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।