বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া বিদায় নিতেই ক্রিকেট থেকে অবসর ওয়ার্নারের

0
2

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। গতকাল ভারতের কাছে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে টিম অস্ট্রেলিয়া ছিটকে যেতেই অবসর নেন ওয়ার্নার। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন তিনি। আর এবার ক্রিকেটের ছোট ফর্ম্যাট থেকেও অবসর নিলেন ওয়ার্নার। যদিও পরের বছর দল চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেন তিনি। তখন অবসর ভেঙে ফিরে আসবেন বলে জানান ওয়ার্নার। ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ওয়ার্নার।

এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ওয়ার্নের অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। যেখানে ওয়ার্নারকে ধন্যবাদ জানানো হয় , এবং সেখানে লেখা হয়, “ওয়ার্নারের মতো কেউ নেই। তোমাকে মিস করব বুল। সতীর্থদের কাছে এই নামেই পরিচিত ছিলেন ওয়ার্নার।”

ওয়ার্নারকে নিয়ে জস হ্যাজলউড বলেন, “ওয়ার্নারহীন অস্ট্রেলিয়া দল কেমন হয়, সেটা আমরা জানি। টেস্ট এবং একদিনের পর এবার টি-২০ থেকেও বিদায়। ওকে ছাড়া আমরা খেলেছি। এত বছর ধরে খেলা একজন ক্রিকেটারকে আর না পাওয়া গেলে অন্য রকম একটা অনুভূতি হয়। আমরা এগিয়ে যাব।“

গত বছর একদিনের বিশ্বকাপের পর থেকে আর ৫০ ওভারের ক্রিকেট খেলেননি ওয়ার্নার। এই বছরের শুরুতে পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে খেলে টেস্ট থেকে অবসর নেন তিনি। এবার টি-২০ ক্রিকেট থেকেও অবসর নিয়ে আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন ওয়ার্নার।ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে ১১০টি টি-২০ ম্যাচ খেলেছেন। ৩২৭৭ রান করেছেন তিনি। একটি শতরানও করেছেন।

আরও পড়ুন- লাল-হলুদে আরও দু’বছর হিজাজি