বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্বে তৃতীয় রাউন্ডে পৌঁছাতে না পারায় ভারতীয় দলের কোচের পদ থেকে তাঁকে বরখাস্ত করা হয় ইগর স্টিম্যাচকে। স্টিম্যাচকে বরখাস্ত করার পর ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে তুলোধনা করেছিলেন ভারতের প্রাক্তন কোচ। আর এবার স্টিমাচের যাবতীয় অভিযোগের পাল্টা জবাব দিয়ে প্রাক্তন কোচের চুক্তির বিষটিও প্রকাশ্যে এনেছে ফেডারেশন।
ফেডারেশনের বক্তব্য, ‘‘নতুন কমিটি যখন ক্ষমতায় আসে ততদিনে স্টিম্যাচের মেয়াদ ৩ বছর অতিক্রান্ত। ২০২৩-এর অক্টোবরে তাঁর চুক্তি দু’বছর বাড়ানো হয়। ২০২৪-এর ফেব্রুয়ারি থেকে ২০২৫-এর জানুয়ারি পর্যন্ত স্টিম্যাচের মাসিক বেতন ঠিক হয় ২৬ লক্ষ টাকা। আর ২০২৫-এর ফেব্রুয়ারি থেকে ২০২৬-এর জানুয়ারি পর্যন্ত বেতন হত ৩৩ লক্ষ টাকা। এমনভাবে নতুন চুক্তি করা হয়, তাতে ফেডারেশন নিজেদের ক্ষমতাবলে কোচকে বরখাস্ত করার স্বাধীনতা পায়।’’ কর্তাদের দাবি, তাঁদের অজান্তেই জ্যোতিষীর সঙ্গে কথা বলে দল বাছতেন স্টিম্যাচ!
আরও পড়ুন- অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমির ইংল্যান্ডের ম্যাচের পরিকল্পনা শুরু রোহিতের