লোকসভার অধিবেশনের প্রথম দিন থেকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলের জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে বিঁধতে শুরু করেছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার জরুরি অবস্থার ৫০ বর্ষপূর্তিতে ফের সোশ্যাল মিডিয়ায় মোদি সরব হতেই তাঁর সত্যিকারের পর্দা ফাঁস করলেন দলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মনিয়ন স্বামী। তাঁর দাবি, দেশে জরুরি অবস্থার সময়ে তার বিরুদ্ধে লড়াইয়ে কোনও ভূমিকাই ছিল না নরেন্দ্র মোদির।
মঙ্গলবার জরুরি অবস্থা নিয়ে মঙ্গলবার ফের সরগরম দেশের রাজনীতি। নরেন্দ্র মোদির খোঁচার পাল্টা জবাব দিয়েছেন রাহুল গান্ধী। এবার মোদিকে বিঁধলেন সুব্রহ্মনিয়ন স্বামী। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “জরুরি অবস্থায় কোনও লড়াইয়ে অংশ নেননি মোদি। তিনি গুজরাটে আরএসএসের প্রচারক ছিলেন যেখানে বেশিরভাগ এলাকায় জরুরি অবস্থার কোনও প্রভাব পড়েনি কারণ গুজরাটে তখন বাবুভাইয়ের নেতৃত্বে জনতা মোর্চার সরকার ছিল।
এর পরেই তিনি মারাত্মক অভিযোগ তোলেন নরেন্দ্র মোদির বিরুদ্ধে। তাঁর দাবি, “মোদির একটি বদভ্যাস রয়েছে যখন তাঁর কিছুই করণীয় থাকে না তখন তিনি বাহবা নিতে চেষ্টা করেন।”