রক স্টাইলে রবীন্দ্র সংগীত গেয়ে বিপাকে রূপম!

0
1

সংগীত শিল্পী রূপম ইসলাম (Rupam Islam)আর বিতর্ক যেন সমার্থক শব্দ। নিজের গান নিয়ে সমালোচনার পাশাপাশি অন্য কোন শিল্পীর গান যখনই রূপম গেয়েছেন তখনই তুলনার পাশাপাশি একগুচ্ছ অভিযোগ ধেয়ে এসেছে তাঁর দিকে। আর এবার রবীন্দ্রসঙ্গীত (Rabindra Sangeet controversy) গিয়ে বিপাকে শিল্পী। রক স্টাইলে গায়কের ‘আমরা সবাই রাজা’ গাওয়া ভালো চোখে দেখছেন না নেটিজেনরা। কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়।

হাত নাড়িয়ে, চুল ঝাঁকিয়ে গান গাওয়াটা রূপমের ইউনিক স্টাইল। কিন্তু গানের রচয়িতা এবং সৃষ্টিকর্তা যদি হন রবীন্দ্রনাথ তাহলে কি এখনও সেটা নিয়ে যত্রতত্র এক্সপেরিমেন্ট করার স্পর্ধা গায়ক বা গায়িকারা দেখাতে পারেন? দশকের পর দশক কেঁপেছে তবু এই নিয়ে তর্ক থামেনি। কিন্তু রূপম ইসলাম তো এসব কিছুকে পাত্তা দেন না। তিনি নিজের মতোই চলেন এবং গান করেন। তাই ‘আমরা সবাই রাজা’ গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই গায়কের ‘অ্যাটিটিউড’-কে ভাল চোখে দেখেননি নেট পাড়ার বাসিন্দারা। কেউ বলছেন, নিজের গান নিয়ে এসব করলেই ভাল হতো; কেউ আবার লিখলেন, রবীন্দ্র সংগীত নিয়ে ছেলেখেলা হচ্ছে। আসলে গায়কের পরিবেশনের স্টাইলের জন্যই বদলে যায় অনুষ্ঠানের পরিবেশ। যার জেরে এত বিতর্ক।