আজ সংসদে স্পিকার পদের মনোনয়ন, শপথ নেবেন বাংলার ৪০ সাংসদ 

0
3

অষ্টাদশ লোকসভা নির্বাচনে জয় লাভের পর এবার সাংসদদের শপথ গ্রহণের পালা। সোমবার থেকে অধিবেশন শুরু হয়েছে। প্রথম দিন বাংলার দুই বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার শপথ গ্রহণ করেছেন। মঙ্গলে শপথ নেবেন পশ্চিমবঙ্গের বাকি ৪০ সাংসদ। পাশাপাশি আজ স্পিকার পদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বেলা বারোটার মধ্যে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে মনোনয়নের জন্য নিজেদের মতো রণকৌশল সাজাচ্ছে ইন্ডিয়া জোট। তবে NDA এবং I.N.D.I.A এর মধ্যে আলোচনা না হলে সেক্ষেত্রে বুধবার পর্যন্ত পিছোতে পারে, স্পিকারের মনোনয়ন। সূত্রের খবর বিরোধীদের সঙ্গে কথা বলবেন রাজনাথ সিং ও কিরেন রিজিজু। কিন্তু রাহুল গান্ধী এদিন স্পষ্ট করে জানিয়ে দেন যে সরকার পক্ষে তরফে তাদের সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি। শুধু তাই নয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ফোন পর্যন্ত ধরেননি রাজনাথ। এতেই বোঝা যায় নরেন্দ্র মোদি বাইরে এক বলেন ভেতরে আর এক করেন।

সোমবার থেকেই নিট- নেট নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়ে ব্যাকফুটে NDA সরকার। অধিবেশনের প্রথম দিনে ইন্দিরা গান্ধীর আমলের অন্ধকার পিরিয়ডের কথা বলে কংগ্রেসের বিরুদ্ধে তোর চড়ানোর চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদি। পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি রাহুল গান্ধীও। ক্ষমতায় আসার পর তৃতীয় NDA সরকারের প্রথম ১৫ দিনে কেন্দ্রের ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কংগ্রেস সাংসদ লেখেন, শুধুমাত্র নিজের সরকার বাঁচাতে ব্যস্ত নরেন্দ্র মোদি। সোমবার শপথ নেন নরেন্দ্র মোদি-সহ কমপক্ষে ২৮০ জন সাংসদ। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর শপথগ্রহণের সময় সংসদের ভিতরেই সংবিধান তুলে ধরে প্রতিবাদ জানান বিরোধীরা প্রথমদিনের অধিবেশনই বুঝিয়ে দিল মোদি সরকারের উপর চাপ বজায় রাখবে I.N.D.I.A।