অভিজাত নাইট ক্লাবে যৌন হেনস্থা! ক্লাব কর্তার বিরুদ্ধে তদন্তে পুলিশ

0
2

শহরের অভিজাত এক নাইট ক্লাব কর্তার বিরুদ্ধে মহিলা কর্মীর যৌন হেনস্থার অভিযোগ। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। একবার নয়, অভিযোগ একাধিকবার ওই কর্তার হাতে হেনস্থার শিকার হন ওই মহিলা কর্মী। যদিও এনিয়ে মুখ খুলতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ।

অভিযোগকারিনীর দাবি, ক্লাবের নির্মীয়মান অংশে ডেকে যৌন হেনস্থা করা হয় তাঁকে। তবে অন্য সহকর্মীদের সাহায্যে তিনি বারবার নিজের সম্মান রক্ষা করেন। কখনও স্বাভাবিক, কখনও মদ্যপ অবস্থায় চলে যৌন হেনস্থা। ফেব্রুয়ারি মাস থেকে এই ধরনের হেনস্থার শিকার হয়েও নিজের কাজের তাগিদে তিনি মুখ খুলতে পারেননি।

ওই ক্লাবেই দীর্ঘদিন ধরে কাজ করেন ওই মহিলা কর্মী। বারবার অসম্মানের মুখে পড়ে তিনি ক্লাব কর্তাদের অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তাঁরা এই বিষয়ে কোনও পদক্ষেপ নেননি। গত ২০ জুন শেক্সপিয়ার থানায় ক্লাব কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন ওই মহিলা কর্মী। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।