লাল-হলুদে আরও দু’বছর হিজাজি

0
1

দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল এফসি। আসন্ন মরশুমের জন্য শক্তিশালী দল গড়তে রক্ষণ মজবুত করতে হিজাজি মাহেরকে আরও দু’বছরের চুক্তিতে সই করাল লাল-হলুদ। হিজাজি থাকায় উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। গত মরশুমে কলিঙ্গ সুপার কাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন হিজাজি।

হিজাজিকে ধরে রাখা নিয়ে লাল-হলুদের হেড কোচ কুয়াদ্রাত বলেন, “হিজাজি আমাদের ডিফেন্সিভ সিস্টেমের একজন গুরুত্বপূর্ণ খেলোয়ার। , যেখানে ও ক্লিয়ারেন্স, এরিয়াল ডুয়েল এবং ইন্টারসেপশনে দুর্দান্ত পরিসংখ্যান নিয়ে এসেছে। হিজাজির নির্ভরযোগ্যতাই অন্যতম বড় কারণ যে কেন আমরা আইএসএলে আগমণের পর থেকে সেরা রক্ষণগত পরিসংখ্যান আনতে পেরেছি। হিজাজি অন্যান্য ক্লাব থেকেও অফার পেয়েছিল, কিন্তু ও সিদ্ধান্ত নিয়েছে আমাদের হয়ে খেলার এবং এএফসি প্রতিযোগিতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় আমাদের সাহায্য করার।“

এদিকে ইস্টবেঙ্গলে থাকতে পেরে খুশি হিজাজি। তিনি বলেন, “ইস্টবেঙ্গল আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা ধরে রেখেছে। আমি এই অসাধারণ ক্লাবের সঙ্গে একাধিক ভালো মুহুর্ত উপভোগ করেছি এবং আমি বুঝি সমর্থকরা কতটা ভালোবাসেন আমায়। ওনারা আমায় প্রতিটা ম্যাচে নেক ভালোবাসা দেন। এবং আমিও চেষ্টা করি তার বদলে কিছু দেওয়ার।“

আরও পড়ুন- রাতে ইউরো কাপে নামছে ইংল্যান্ড, সামনে স্লোভেনিয়া