গতকাল নবান্নে পুরসভা নিয়ে বৈঠকে ফুটপাত জবরদখল এবং হকারদের নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো ‘বকাবকি’ করেন প্রশাসনিক সতীর্থদের। বিধাননগর পুরনিগমে ইচ্ছমতো লোক বসানো হচ্ছে বলে অভিযোগ করেন। এরপর মঙ্গলবার থেকেই শুরু হল সল্টলেক সেক্টর ফাইভ, গড়িয়াহাট, হাতিবাগান, ভবানীপুরে হকার ও অস্থায়ী দোকানদারদের সতর্কীকরণ করার পালা।
প্রশাসনের তরফে এই কর্মসূচিতে ব্যবসায়ীরা সহযোগিতা করেন বলে জানা গিয়েছে। দুপুরের পর দেখা যায় যে গড়িয়াহাট, সল্টলেকে একাধিক দোকান ভেঙে ফেলা হচ্ছে। গড়িয়াহাটে ৬ জন হকারকে আটক করে পুলিশ। সল্টলেক ১৬ নম্বর ট্যাঙ্কের কাছে অস্থায়ী দোকান ভেঙে দেয়পুলিশ। একজনকে আটক করছে পুলিশ।
এরই পাশাপাশি, এসএসকেএমের উল্টোদিকে ফুটপাতে দোকানে প্লাস্টিক খোলার জন্য বলা হয়। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে মাইকে প্রচার চালানো হয়েছে। কাউন্সিলররা ছিলেন এই প্রচারাভিযানে।
জানা গিয়েছে, কাউন্সিলরের উপস্থিতিতেই খোলা হয় দোকানের প্লাস্টিক। দোকানের প্লাস্টিক খুলে গাড়ি করে নিয়ে যাওয়া হয়। বিকেলে ভবানীপুরে যগুবাবুর বাজারেও দেখা যায় একই ছবি।



 
 
 
 





 


























































































































