ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। আগুন লাগল বড়বাজারের ঘিঞ্জি এলাকায়। মঙ্গলবার বিকেলে বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ পেতে হয় দমকলকর্মীদের। পরে আগুন নিয়ন্ত্রণে পৌঁছয় আরও ৬টি ইঞ্জিন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসুও। বহুতলের একেবারে ওপরের ঘরের এসি মেশিন থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে যাওয়ার ভয় ছিল। তবে দমকলের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়নি।
বিকেলের ব্যস্ত সময় আগুন লাগায় তীব্র যানজট তৈরি হয়। যানযট নিয়ন্ত্রনে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। বিকল্প রাস্তা দিয়ে গাড়িগুলিকে বের করা হয়। পাশের বাড়িগুলিকেও ফাঁকা করা হয়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, এসি মেশিন থেকেই লেগেছে আগুন। তবে আসল কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন- মিথ্যা বলছে কেন্দ্র! গঙ্গা জলচুক্তি নিয়ে তথ্য ফাঁস রাজ্যের