জাল গোটাচ্ছে STF, গ্রেফতার আরও এক ‘শাহাদত’ সদস্য

0
1

বাংলার বিভিন্ন এলাকায় বাংলাদেশের জঙ্গি সংগঠন ‘শাহাদত’ মডিউলের সদস্যদের ছড়িয়ে পড়ার আগেই রাজ্যের মানুষকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে তৎপর রাজ্য পুলিশ। একটিও সূত্র তাঁরা কোনওভাবেই ছাড়ছেন না। শাহাদত মডিউলের জঙ্গি হাবিবুল্লাহকে গ্রেফতারের পরেই সেই সব সূত্র পাওয়া শুরু রাজ্য পুলিশের এসটিএফের। সেইসূত্র ধরেই মঙ্গলবার হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হল হারেজ শেখ নামে এক যুবককে।

কাঁকসার পানাগড় থেকে গ্রেফতার করা হয়েছিল হাবিবুল্লাহ নামে এক কম্পিউটার সায়েন্সের পড়ুয়াকে। তাঁকেই জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় হারেজ শেখকে। হারেজের বাড়ি নদিয়ার নবদ্বীপে। তবে এই জঙ্গি সংগঠনের তাঁর ভূমিকা কী ছিল তা এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। তবে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে তাঁরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখত। সেই অ্যাপের উৎস কোথায় তা নিয়েও এবার তদন্ত চালাবেন আধিকারিকরা। এই অ্যাপ সম্পর্কে তথ্য পাওয়া গেলে সংগঠনের উদ্দেশ্য নিয়ে আরও নিশ্চিত হতে পারবে এসটিএফ।

মঙ্গলবার হারেজকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছে।