বারবার আদালতের তলব এড়ানোয় এবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra Khan) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। ২০২৩ সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় সৌমিত্রের বিরুদ্ধে মামলা হয়। হিংসা ছড়ানো এবং মারধরের পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগ রয়েছে বিষ্ণুপুরের সংসদের বিরুদ্ধে।


এর আগে সৌমিত্র চারবার হাজিরা এড়িয়েছেন। কখনও ভোটের কাজে ব্যস্ত কখনও ভোট পরবর্তী কাজের বাহানায় এভাবে আদালত অবমাননা আর বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন বিধাননগরের এমপি এমএলএ কোর্টের বিচারক। আপাতত জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে নয় জুলাই যদি বিষ্ণুপুরের সংসদ আদালতে হাজির না হন সে ক্ষেত্রে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকরী করা হবে বলে আদালত সুত্রে খবর। এই বিষয়ে সৌমিত্র বলেন, ‘‘আদালত কী নির্দেশ দিয়েছে আমি জানি না। আমি এখন দিল্লিতে রয়েছি। রাজ্যে ফিরে আইন মেনেই যা করার করব।”








































































































































