ICU-তে দিল্লির জলমন্ত্রী অতিশী, অনশনে বিরতির ঘোষণা

0
3

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনির্দিষ্টকালীন অনশনে বিরতি নিলেন দিল্লির জলমন্ত্রী। সোমবার রাতেই অনশনরত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় জলের দাবিতে অনশনে বসা অতিশীকে। শারীরিক সূচক দেখিয়ে আপের দাবি, অতিশীর ব্লাড সুগার কমে ৩৬-এ পৌঁছে যায়। রক্তে কিটোনের উপস্থিতিও দেখা যায়। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার আপের পক্ষ থেকে জানানো হয়, তাঁকে আইসিইউ-তে ভর্তি করার কারণে অনশন আংশিকভাবে প্রত্যাহার করে নেওয়া হল।

অতিশীকে হাসপাতালে ভর্তি করার খবর জানাজানি হতেই তাঁর পাশে থাকার বার্তা দেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। সেই সঙ্গে এই পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করা হয়। পাঁচদিনের অনশনের মধ্যেই দিল্লির মন্ত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূল মহিলা সাংসদদের প্রতিনিধিরা, পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরেও মেটেনি দিল্লির জল সমস্যা। কোনও সদর্থক ভূমিকা কেন্দ্র বা হরিয়ানার পক্ষ থেকে নেওয়া হয়নি।

হিমাচল প্রদেশ ও হরিয়ানার মধ্যে জল-টানাটানির মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন দিল্লির জলমন্ত্রী অতিশী। কিন্তু কোনও সদর্থক উত্তর দেননি নরেন্দ্র মোদি। বাধ্য হয়ে দিল্লিবাসীর জন্য জল চেয়ে অনশনে বসেন অতিশী।