লোকসভা নির্বাচন শেষ হয়েছে। উঠে গিয়েছে আদর্শ আচরণবিধি। তাই এবার রাজ্যের নানা ইস্যু নিয়ে বৈঠকে বসতে চলেছে রাজ্য মন্ত্রীসভা। আগামী সপ্তাহে নবান্নে মন্ত্রিসভার বৈঠক হবে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা।
মুখ্যসচিব বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী বুধবার অর্থাৎ ২৬ জুন দুপুরে নবান্নে মন্ত্রিসভার বৈঠক হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই বৈঠকে সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, অফিসার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসাররাও থাকবেন।

লোকসভা ভোট মিটে যাওয়ার পর এই বৈঠক থেকে রাজ্যের বিভিন্ন অসমাপ্ত কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে বলে অনুমান। এছাড়া নতুন কোনও প্রকল্প বা সিদ্ধান্ত গৃহীত হতে পারে মন্ত্রিসভার বৈঠকে। ওপর দিকে আগামীকাল সমস্ত পুরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- কাল সংসদে শপথ, সংবিধান হাতে ইন্ডিয়ার পদযাত্রা






































































































































