ইউরো কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আটকে জেল জার্মানি। রবিবার রাতে তারা নেমেছিল সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে ১-১ গোলে ড্র করল আয়োজক দেশ। ম্যাচের অতিরিক্ত সময়ে গোলে কোনও মতে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হার এড়াল তারা। ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায়।

প্রথমার্ধে সুইৎজারল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন ড্যান এনডোয়ে। সংযুক্তি সময়ের তৃতীয় মিনিটে গোল করেন পরিবর্ত হিসাবে নামা নিকলাস ফুলক্রুগ। ড্রয়ের ফলে গ্রুপ শীর্ষে শেষ করল জার্মানি। তিন ম্যাচে তাদের পয়েন্ট সাত। সুইৎজারল্যান্ড তিন ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করল।

অন্য ম্যাচে, শেষ মুহূর্তের গোলে জয় পায় হাঙ্গেরি। তারা ১-০ হারাল স্কটল্যান্ডকে। হাঙ্গেরির তিন ম্যাচে তিন পয়েন্ট হল। নকআউটে ওঠার সুযোগ রয়েছে তাদেরও।
আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস








































































































































