‘ওকে একটু খেলতে দে না, কি করছিস ’, বাংলাদেশ ম্যাচে বললেন রোহিত, ভাইরাল ভিডিও

0
2

গতকাল টি-২০ বিশ্বকাপের সুপার আটের ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় পায় টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতের পারফরম্যান্স নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের। তবে শুধু পারফরম্যান্স নয়, আরও দুটো জিনিস চোখে পড়েছে ক্রিকেট বিশ্বে। যা মন কেড়েছে নেটিজেনদের। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রথম ঘটনা যা মন কেড়েছে নেটিজেনদের তা হল বিরাট কোহলির বল খুঁজতে গিয়ে বাউন্ডারি পেরিয়ে বাজি ফাটানোর মঞ্চের নীচে ঢুকে পড়তে দেখা। ম্যাচের ১৭তম ওভারের শেষ বলে ঘটনাটি ঘটে। আর্শদীপ সিং-এর বলে ছয় মেরেছিলেন রিশাদ হোসেন। বল সীমানা পেরিয়ে একটি মঞ্চের তলায় ঢুকে যায়। আতসবাজির প্রদর্শনের জন্য সেই অস্থায়ী মঞ্চটি তৈরি করে রাখা হয়েছিল মাঠের পাশে। তার নীচে বল ঢুকে যায়। আর কোহলির মঞ্চের পাশে একটি ফাঁক দিয়ে ঢুকে পড়েন এবং বল বার করে আনেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মন কেড়েছে নেটিজেনদের।

এরপাশাপাশি যে ভিডিও ভাইরাল তা হল রোহিত শর্মার কথা। ম্যাচে যখন মাহমুদুল্লাহ ব্যাট করতে আসেন, তখন তিনি কুলদীপকে বলেন, “কী হয়েছে? ওকে একটু খেলতে দে না। এই তো এল, একটু কায়দা করতে দে। একটা আউট হয়েছে, একটু কায়দা মারুক।” আর এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

আরও পড়ুন- রোনাল্ডোর ব্যবহার মন কেড়েছে ফুতবলপ্রেমীদের, বিরাট বার্তা পর্তুগাল কোচের