দলীয় শৃঙ্খলাভঙ্গে কড়া পদক্ষেপ শাসকদলের। দলের ভাবমূর্তি নষ্ট করায় দক্ষিণ কলকাতার ২ কাউন্সিলরকে শোকজ করল তৃণমূল (TMC)। ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল (Swaraj Mandol) ও ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (Tarakeswar Chakraborty) শোকজ করা হয়েছে।অভিযোগ, মঙ্গলবার পাটুলি এলাকার পার্টি অফিসে বসতে যাওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। স্বরাজ মণ্ডল সেখানে বসতে গেলে তাঁরই দলের কিছু কর্মী আপত্তি জানান। তাঁরা দলীয় কার্যালয়ের চেয়ারে স্বরাজকে বসতে বাধা দেন বলে অভিযোগ। প্রথমে ধাক্কাধাক্কি ও পরে হাতাহাতি বেধে যায়। স্বরাজের কান ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে কাঠগড়ায় তোলেন স্বরাজের অনুগামীরা।
এই ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গ হয়েছে বলে অভিযোগ করে ২ কাউন্সিলরকেই শো-কজ করল তৃণমূল (TMC)। শাসকদলের দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, রাজ্য সভাপতি সুব্রত বকসি, দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য অরূপ বিশ্বাসকে শো-কজ করার নির্দেশ দেন। তারপরেই এই দুই শাসক দলের কলকাতার কাউন্সিলরকে শো-কজ করা হয়েছে।