চার হাত এক হওয়া আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। বলিউডের হাইপ্রোফাইল দিয়ে ঘিরে এই মুহূর্তে মায়ানগরীতে তুমুল উন্মাদনা। ২৩ জুন, রবিবারই সোনাক্ষী-ইকবাল (Sonakshi Sinha Zahir Iqbal wedding) গাঁটছড়া বাঁধবেন। মিঞাঁ-বিবি বিয়ে নিয়ে মুখ না খুললেও বিটাউনে কান পাতলেই শোনা যাচ্ছে যে হবু জামাইকে কাছে টেনে নিয়েছেন আসানসোলের সাংসদ। বিয়ের আগেই নাকি জাহিরের বাড়িতে ঢুঁ মারছেন সোনাক্ষী। সূত্র বলছে, গত রবিবারও সারাটা দিন হবু শ্বশুর বাড়িতে কাটিয়েছেন ‘দাবাং’ নায়িকা। জাহিরের বাবা নাকি হবু বৌমাকে ধর্ম পরিবর্তনের কথাও বলেছেন। কিন্তু অভিনেত্রী কি সেই পথে হাঁটবেন? সোনাক্ষী মুখে কুলুপ আটলেও নীরবতা ভাঙলেন শত্রুঘ্ন সিনহার সম্বন্ধী ইকবাল রতনসি।


শুক্রবার রাতেই হয়ে গেল সোনাক্ষী-জাহিরের জমজমাট মেহেন্দি অনুষ্ঠান। অনেকদিন পর কোন বলিউড সেলিব্রেটির বিয়ের আসর মুম্বইতে অনুষ্ঠিত হতে চলেছে, তাই বেশ খুশি বিনোদুনিয়া। ডেস্টিনেশন ওয়েডিং-এর চক্করে সাম্প্রতিককালে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে যতজন অভিনেতা বিয়ে করেছেন সকলেই নিজের শহর ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছিলেন। সোনাক্ষী সিনহা ব্যতিক্রমী। প্রথমে শোনা গিয়েছিল, খুব ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়েই নাকি বিয়ে করবেন তারকা। কিন্তু খবর তো আর চাপা থাকে না। তাই সূত্র বলছে, মুম্বইয়ে এক পাঁচতারা হোটেলেই হবে সব বিয়ের অনুষ্ঠান।ফ্যাশন ডিজাইনার আবু জানিরে সারারা পোশাকেই সেজে উঠবেন সোনাক্ষী, মণীশ মালহোত্রার ডিজাইন করা গলাবন্ধ কুর্তায় বিয়ের আসরে হাজির হবেন জাহির ইকবাল। তবে চমক দিতে চলেছেন সলমন খান। তিনি নাকি তাঁর প্রিয় নায়িকার বিবাহ বাসরে বিশেষ পারফরম্যান্স উপহার দেবেন অতিথিদের। কিন্তু বিয়ের পরে নায়িকার ধর্ম পরিবর্তনের জল্পনা যেন এসবের মাঝে চাপা পড়ছে না। শ্বশুর মশাই কি সত্যিই সোনাক্ষীকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেছেন? যাবতীয় ধোঁয়াশা কাটিয়ে ইকবাল রতনসি জানান, ‘‘আমি মানবতায় বিশ্বাসী। হিন্দুরা ভগবান বলে আর মুসলমানরা আল্লাহ বলে। কিন্তু দিনের শেষে আমরা সবাই মানুষ। আমার আশীর্বাদ জাহির ও সোনাক্ষীর সঙ্গে রয়েছে। এই বিয়েতে দুটো হৃদয়ের মিলন হবে এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।”








































































































































