এনসিএতে বল হাতে শামি, কতটা সুস্থ ভারতীয় তারকা বোলার

0
3

২০২৩ বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে মহম্মদ শামি। চোটের কারণে মাঠের বাইরে তিনি। হয়েছে অস্ত্রোপচার। খেলতে পারেননি আইপিএল-এ। এমনকি চলতি টি-২০ বিশ্বকাপেও নেই শামি। অস্ত্রোপচারের পর থেকেই নিজের ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার ছবি পোস্ট করেন টিম ইন্ডিয়ার তারকা বোলার। তবে তাঁর অনুরাগীদের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে কবে মাঠে ফিরবেন শামি? আর এই নিয়ে এবার এল বড় আপডেট। জানা যাচ্ছে, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বল করতে শুরু করে দিয়েছেন শামি। তবে তাঁর নাকি ফিট হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে, এমনটাই সূত্ররের খবর।

এই নিয়ে শামির ছোটবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিক বলেন, “ শামি বোলিং শুরু করে দিয়েছে। তবে এখনও পুরো রান আপে বা পুরো কোমর ভেঙে বল করছে না। কিন্তু কোনও অস্বস্তিও নেই ওর। এটা ভালো খবর যে, ও প্র্যাক্টিস শুরু করে দিয়েছে।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “ কোনও সন্দেহ নেই যে ও তাড়াতাড়ি ভারতের জার্সিতে ফিরবে। আপনারা সোশাল মিডিয়ায় ওর শারীরিক অবস্থার উন্নতি দেখেছেন। ও খুব পরিশ্রম করেছে। তবে পূর্ণশক্তিতে শামি বল করা শুরু করে দিলে শরীর কীরকম থেকে, সেটা দেখেই পুরোটা বোঝা যাবে।“

গত বিশ্বকাপে দূরন্ত ফর্মে ছিলেন শামি। ২৪টি উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। তারপর থেকেই ডান পায়ের গোড়ালির চোটে ক্রিকেট মাঠ থেকে দূরে শামি। গত ২৬ ফেব্রুয়ারিতে হয় শামির অস্ত্রোপচারও।

আরও পড়ুন- কেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামলেন না এমবাপে? মুখ খুললেন দেঁশ