ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের। আহত ১০ জন। তার মধ্যে দুজন পুলিশকর্মীও রয়েছেন। পুলিশের পালটা গুলিতে জখম অভিযুক্তও। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে আরকানসাস প্রদেশে একটি মুদির দোকানে। দোকানে ভিড়ের মধ্যে আচমকাই গুলি চালায় দুষ্কৃতীরা। স্থানীয় আরকানসাস পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে আসে। দুষ্কৃতীর সঙ্গে গুলির লড়াই হয় তাদের। জখম হয় ওই বন্দুকবাজ ট্র্যাভিস ইউজিন। তাকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। কয়েকদিনের মধ্যেই তাকে আদালতে তোলা হবে।
আরাকানসাস প্রদেশের এই ফোর্ডআইস শহরে মাত্র ৩২০০ মানুষের বসবাস। সেখানে এভাবে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়ায়। যদিও পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় ঘটনা বেশি দূরে গড়াতে পারেনি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তাঁরা পুলিশি তৎপরতাকে ধন্যবাদ জানাচ্ছেন।