বহুতলের ছাদের কার্নিশ ধরে ঝুলে রিল বানালো কিশোরী, শাস্তির দাবিতে তোলপাড় সমাজমাধ্যম

0
2

সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি করাটা নেশার মতো হয়ে গিয়েছে বর্তমান প্রজন্মের কাছে। এই রিল তৈরি করতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তারপরও সচেতন হয়নি বর্তমান প্রজন্ম। সম্প্রতি এমনই আরও একটি ঘটনা প্রকাশ্যে এল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, পুরনো একটি বহুতলের খোলা ছাদে দুই তরুণ এবং এক কিশোরীকে। প্রায় ১০০ ফুট নীচে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে দুরন্ত গতীতে একের পর এক গাড়ি ছুটে চলেছে। হঠাৎই দেখা গেল, খোলা ছাদের একেবারে ধারে উপুড় হয়ে শুয়ে রয়েছেন এক তরুণ।

এরপরের দৃশ্যের জন্য তৈরি ছিলেন না কেউই। হঠাৎই দেখা গেল এক কিশোরী সেই খোলা ছাদের ধারে এল। তার পর কার্নিশ ধরে ঝুলে পড়ল। উপুড় হয়ে শুয়ে থাকা তরুণ কিশোরীর ডান হাত ধরলেন। কার্নিশ ছেড়ে দিয়ে ওই তরুণের হাত ধরে শূন্যে ঝুলে পড়ল।তাদেরই অপর এক সঙ্গী এই গোটা কাণ্ডের ভিডিয়ো রিল তৈরি করছিলেন। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই এই ধরনের ঝুঁকি নিয়ে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।
যদিও ওই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। পুণের এই ঘটনার ভিডিয়োটি দেখে সবাই শিউরে উঠেছেন। কেননা, একচুল এ দিক-ও দিক হলেই সাক্ষাৎ মৃত্যু অপেক্ষা করছিল নীচে!

প্রশ্ন উঠেছে, জীবনের ঝুঁকি আছে জেনেও কী ভাবে এমন রিল তৈরি করার জন্য ঝাঁপালেন ওই তরুণী? এর বিরুদ্ধে কেন কোনও কড়া ব্যবস্থা নেওয়া হবে না? কেন এই তরুণ প্রজন্ম রিল বানানোর নেশায় এই ধরনের কাজ করছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুণে পুলিশকে ভিডিয়োটি ট্যাগ করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে। সবারই মত, ব্যবস্থা না নিলে ঝঁুকি নেওয়ার প্রবণতা বাড়তেই থাকবে।