আজ বিশ্ব সঙ্গীত দিবস (World Music Day)। সুর, তাল, ছন্দে ঘেরা একটা গোটা দিন উদযাপনে তৈরি সঙ্গীতপ্রেমীরা। ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষ্যে আজ দেশ বিদেশ সর্বত্র একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বরাবরই সংস্কৃতি অনুরাগী। ২১ জুন, শুক্রবার আন্তর্জাতিক সঙ্গীত দিবস উপলক্ষে এক্স হান্ডেলে তিনি সব সুরপ্রেমী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, ‘আজ বিশ্ব সঙ্গীত দিবসে পৃথিবীর কোটি কোটি সঙ্গীতপ্রেমী মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সঙ্গীতের সর্বজনীন ভাষাকে স্মরণ করার দিন। আমি সবসময়ই মনে করেছি, সঙ্গীতের কোনো ভৌগোলিক সীমানা হয় না। আবহমান কাল ধরে আমাদের হৃদয়ে এর স্থান। সঙ্গীতের ঝংকারেই মূর্ত হয় শান্তি, ভালোবাসা ও সম্প্রীতি। আমি যখন গান লিখি এবং সুর সৃষ্টি করি, তখন আমি বাংলার সেই চিরায়ত আত্মার সঙ্গেই সংযুক্ত বোধ করি, যার শ্রেষ্ঠ প্রকাশ সঙ্গীতে।’
বিশ্ব সঙ্গীত দিবস
আজ বিশ্ব সঙ্গীত দিবসে পৃথিবীর কোটি কোটি সঙ্গীতপ্রেমী মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সঙ্গীতের সার্বজনীন ভাষাকে স্মরণ করার দিন।
আমি সবসময়ই মনে করেছি, সঙ্গীতের কোনো ভৌগোলিক সীমানা হয় না। আবহমান কাল ধরে আমাদের হৃদয়ে এর স্থান। সঙ্গীতের… pic.twitter.com/Kdo0CS2Lp8
— Mamata Banerjee (@MamataOfficial) June 21, 2024


এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী তার নিজের লেখা একটি গানের লাইন পোস্ট করে সকলকে তা শোনার অনুরোধও করেন। বাবুল সুপ্রিয় সেই গানটি গেয়েছেন। আজ দিনভর রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংস্থার তরফে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিনের ব্যস্ততা আর ডিপ্রেশনে ভুগতে থাকা জীবনে মিউজিকের গুরুত্ব যে কতটা তা নিয়েই ওয়ার্ল্ড মিউজিক ডে তে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট বেশ ভাইরাল হয়েছে।








































































































































