শিশুচুরির গুজবের জেরে বুধবার থেকেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনা জেলার বারাসত (Barasat, North 24 Parganas)। এই ঘটনায় অভিভাবকদের সঙ্গে কথা বলতে তৎপর পুলিশ। এদিন সকাল থেকেই শহরের প্রতিটি স্কুলের সামনে বসেছে পুলিশ পিকেট। বারাসতের কাজিপাড়ায় একটি বালককে খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় ছেলেধরার গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। সমাজমাধ্যমে বিভিন্ন ভুয়ো পোস্টের মাধ্যমে তা অশান্তি বাড়তে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকেরা। বুধবার বারাসতের সেন্ট্রাল মডার্ন স্কুলের সামনে ছেলেধরা গুজব ছড়ানোর জেরে এক মহিলা এবং তাঁর সঙ্গীকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া এই বিষয়ে আগেই সকলকে সতর্ক করে প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ করেছিলেন। আজ সরাসরি অভিভাবকদের সঙ্গে কথা বলেন পুলিশের বিভিন্ন আধিকারিকরা।
 
সমাজমাধ্যমে বেশ কিছু ভুয়ো তথ্য ঘোরাফেরা করছে। এক তরুণী-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে আরও জোরকদমে পাড়ায় পাড়ায় প্রচার শুরু করেছে পুলিশ। শিশু চুরির গুজব নিয়ে সকলের সঙ্গে কথা বলার পাশাপাশি লিফলেট বিলি করাও চলছে। ঘটনাস্থলে হাজির স্বয়ং পুলিশ সুপার।



 
 
 
 



































































































































