কথা আগেই পাকা হয়ে গিয়েছিল, আজ পড়ল শিলমোহড়। আরও একবছর ইস্টবেঙ্গল এফসিতে রয়ে গেলেন অধিনায়ক ক্লেটন সিলভা। এদিন এমনটাই জানাল লাল-হলুদ কর্তৃপক্ষ। এদিকে ইস্টবেঙ্গলে আরও একবছর থেকে উচ্ছ্বসিত ক্লেটন।

ক্লেটনকে নিয়ে এদিন ইস্টবেঙ্গল হেড কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, “গত দুই মরশুম ধরে ক্লেটন আমাদের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রয়েছেন এবং দলকে যোগ্য উপায়ে নেতৃত্ব দিচ্ছেন। ওর গোল আমাদের গুরুত্বপূর্ণ কিছু জয় এনে দিয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকরা সারাজীবন মনে রাখবে সুপার কাপ ফাইনালে অতিরিক্ত সময়ের সেই গোলটা, যা আমাদের জাতীয় স্তরে ১২ বছরের খরা কাটিয়েছিল। আমরা ওর মত একজন উচ্চমানের পেশাদার খেলোয়াড়ের সঙ্গে কাজ চালাতে পেরে খুশি।”

এদিকে ইস্টবেঙ্গলে রিটেইন হয়ে উচ্ছ্বসিত ক্লেটন । তিনি বলেন, “আমি উচ্ছ্বসিত এই দুর্দান্ত ক্লাবের সঙ্গে নিজের সফর জারি রাখতে পেরে। আমি আমাদের সমর্থক ও আমাদের লোগোর জন্য নিজের সেরা দিয়ে এসেছি সব সময়ে। ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপ জেতাটা আমার কেরিয়ারের অন্যতম সেরা মুহুর্ত হয়ে থাকবে। একটা দীর্ঘ মরশুম অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের বরাবরের মত সমর্থন করতে থাকুন। জয় ইস্টবেঙ্গল।“
গত মরশুমের সুপার কাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ক্লেটন। এর পাশাপাশি গত আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে সব থেকে বেশি গোল করেছেন ক্লেটন। যার ফলে ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আরও এক বছর ধরে রাখল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন- ফিফা র্যাঙ্কিং-এ অবনতি ভারতের, নামল তিন ধাপ








































































































































