সাড়ে ৪ ঘণ্টার জিজ্ঞাসাবাদের শেষে চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে ইডি (ED)দফতর থেকে বেরোলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। জানালেন তাঁকে যে নথি দিতে বলা হয়েছিল তিনি তা জমা দিয়েছেন। আপাতত তাঁকে আর ডাকা হয়নি। রেশন মামলা নিয়ে তিনি স্পষ্ট জানান যে এই সংক্রান্ত কোনও ব্যাপারের সঙ্গে তিনি জড়িত নন। অভিনেত্রীর আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, ঋতুপর্ণা একটা ছবি কো প্রডিউস করেছিলেন সেই টাকার উৎস জানার জন্য তাঁকে তলব করা হয়েছিল। সেই টাকা তাঁরা অলরেডি ফিরিয়ে দিয়েছেন। এর সঙ্গে বাকিবুর রহমান বা জ্যোতিপ্রিয় মল্লিক সংক্রান্ত কোনও কানেকশন নেই। এমনকি সমনেও এনাদের নামের উল্লেখ ছিল না।

টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এর আগেও ইডির তলব পেয়েছিলেন এবং সহযোগিতা করেছিলেন। এবারে বিদেশে থাকার কারণে প্রথমবার হাজির হতে না পারলেও বুধবার দুপুর ১টা নাগাদ সল্টলেকের CGO কমপ্লেক্সে হাজির হন। কেন্দ্রীয় এজেন্সির দফতরে প্রবেশের সময় তাঁকে যথেষ্ট হাসিখুশি লাগলেও বিকেলে যথেষ্ট অস্বস্তিতে ছিলেন তিনি। অন্তত তাঁর আচরণে তেমনটাই মনে হয়েছে। চোখ ঢাকা ছিল কালো চশমায়, মিডিয়ার সামনে মেজাজও হারিয়েছেন ‘অযোগ্য’ অভিনেত্রী। যদিও ঋতুপর্ণা এবং ইডি আধিকারিকরা একে অন্যের সঙ্গে সহযোগিতা করেছেন বলেন জানিয়েছেন নায়িকার আইনজীবী।








































































































































