কলকাতা পুরসভার (MMC)১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC) স্বরাজ মণ্ডলকে (Swaraj Mondal) বেধড়ক মারধরের মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠল এলাকা। তৃণমূল কাউন্সিলর স্বরাজের অভিযোগ, মঙ্গলবার রাত ৯টা নাগাদ তিনি পাটুলিতে (Patuli) নিজের কার্যালয়ে বসতে গিয়েছিলেন তিনি। তখনই বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে সেখানে বসতে বাধা দেয়। যা নিয়েই সমস্যার সূত্রপাত। সূত্রের খবর, পাটুলির মেলার মাঠে কাউন্সিলরের কার্যালয় রয়েছে। সেখানে সপ্তাহে একদিন করে এলাকার তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার বসলেও বাকি দিনগুলিতে বসেন কাউন্সিলর।


স্বরাজের দাবি, এদিন ওই কার্যালয়ে তিনি বসতে গেলেই শুরু হয় বচসা। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী স্বরাজকে বলেন যে বিধায়কের চেয়ারে বসা চলবে না। এরপরই তর্কাতর্কি থেকে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এরই মাঝে কয়েকজন দুষ্কৃতী কাউন্সিলরের মুখে ঘুসি মারে বলে অভিযোগ। তখনই মুখ ফেটে যায় স্বরাজের।


এরপরই তড়িঘড়ি মঙ্গলবার রাতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাটিতে ১০৪ নম্বর ওয়ার্ডের বিজেপির অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আহত কাউন্সিলর। তবে এই প্রথম নয়, লোকসভা ভোটের দিনকয়েক আগেই এলাকায় স্বরাজ মণ্ডলকে মারধর করার অভিযোগ ওঠে।