শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopadhyay)। পরিবার সূত্রে জানা যাচ্ছে কার্ডিয়াক সমস্যার কারণেই দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে ‘মনোজদের অদ্ভুত বাড়ি’র লেখকের। আপাতত তিনি স্থিতিশীল আছেন।


হার্টের সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই পেসমেকার (Pacemaker ) ব্যবহার করেন সাহিত্যিক। চিকিৎসার নিয়ম অনুসারে নির্দিষ্ট সময় অন্তর পেসমেকার বদলাতে হয়। সাহিত্যিকের পেসমেকার পুরনো হয়ে গিয়েছিল বলে পরিবারের তরফে জানানো হয়। দুদিন আগে শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ায় ৮৮ বছরের বর্ষীয়ান লেখকের বাড়ির লোকেরা কোনও রকমের রিস্ক নিতে চাননি। তাই তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক অপারেশন করার সিদ্ধান্ত নেন। আপাতত তিনি সুস্থ আছেন। আরও কয়েকটি মেডিক্যাল পরীক্ষার পর দিন দুয়েকের মধ্যেই হয়তো ছাড়া পেয়ে যাবেন বলেই মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।








































































































































