QR কোডে নিমেষে সমাধান! বরানগরে নয়া উদ্যোগ বিধায়ক সায়ন্তিকার

0
1

বরানগরে এবার “হাত বাড়ালেই বন্ধু”! সেলিব্রিটি তকমা নিয়ে শুধু ভোটে জেতা-ই নয়, যেমন কথা তেমন কাজ! “বিশ্রাম” শব্দটি যেন তাঁর অভিধানে নেই! প্রচণ্ড দাবদাহ, চাঁদিফাটা রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে টানা ২ মাস দিনরাত এককরে ভোটের প্রচার সেরেছেন। মানুষের অভাব, অভিযোগ, সমস্যার কথা শুনেছেন, সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। মানুষও তাঁকে দু’হাত ভরে আশীর্বাদ করেছে। এবার কথা রাখার পালা।

বরানগর তাঁকে ঘরে মেয়ে করেছে। বরানগরবাসীর নিত্যদিনের সুখ-দুঃখের ভাগীদার হতে ‘বিধায়ক কার্যালয়’ তৈরির কথা আগেই ঘোষণা করেছিলেন নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যে কোনও সমস্যায় কাউন্সিলারদের পাশাপাশি বিধায়ককেও সরাসরি জানাতে পারবেন এলাকাবাসী। তার জন্য তৈরি করা হয়েছে কিউআর কোড। সেই কোড স্ক্যান করে গুগল সিটে সরাসরি বিধায়কের কাছে অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। এই অভিযোগ ঘরে বসেই জানানো যাবে। পার্টি অফিসে গিয়ে হত্যে দেওয়ার প্রয়োজন হবে না।

কীভাবে অভিযোগ জানানো যাবে? বিধানসভা এলাকার জন্য একটি কিউআর কোড তৈরি করা হয়েছে। তা ভার্চুয়ালি সবার কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় লাগানো হবে। কেউ অভিযোগ জানাতে চাইলে তিনি মোবাইলে স্ক্যান তা করবেন। তখন খুলে যাবে গুগল পেজ। সেখানে নিজের নাম, ঠিকানা দিয়ে সমস্যার কথা লিখে সেন্ড অপশনে ক্লিক করলেই বিধায়কের টিমের কাছে তা পৌঁছে যাবে। এরপর বিধায়ক বা তাঁর টিমের সদস্যরা সমস্যার সমাধানের চেষ্টা করবেন।

আজ, মঙ্গলবার ওই কিউআর কোডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, এআইয়ের যুগ চলছে। যুগের সঙ্গে তাল মেলাতে হবে। পিছিয়ে থাকলে চলবে না। কেউ সমস্যায় পড়লে যাতে ঘরে বসেই দ্রুততার সঙ্গে তা জানাতে পারেন, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি নির্বাচনী প্রতিশ্রুতি পালনে দায়বদ্ধ। এর মাধ্যমে সাধারণ মানুষ যে কোনও জায়গা থেকেই তাঁর সমস্যার কথা বিধায়ককে জানাতে পারবেন। দ্রুততার সঙ্গে তা সমাধানের চেষ্টা করা হবে।

আরও পড়ুন- ভোররাতে শিয়ালদহে ‘অভিশপ্ত’ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, রেলের সুরক্ষা নিয়ে সরব ফিরহাদ