অবশেষে জল্পনার অবসান। তিনি যে ইস্টবেঙ্গলে আসছেন তা জানাই ছিল। তবে এদিন পরল তার শিলমোহড় । তিন বছরের চুক্তিতে লাল-হলুদে সই করলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ স্ট্রাইকার ডেভিড লালহানসাঙ্গা। এদিন এমনটাই জানান হল লাল-হলুদের পক্ষ থেকে। ডেভিডকে দলে পেয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল এফসি হেডকোচ কার্লোস কুয়াদ্রাত।

গতমরশুমে ডুরান্ড কাপে, আইলিগে দুরন্ত ফুটবল খেলেন ডেভিড। নজর কাড়ে তাঁর পারফরম্যান্স। ডেভিডের খেলা মনে ধরে কুয়াদ্রাতের। তখনই জানিয়েছিলেন নতুন মরশুমে আই লিগ খেলা এই তরুণ স্ট্রাইকারকে দলে নেবেন তিনি। ডেভিডের যোগদানে উচ্ছ্বসিত কুয়াদ্রাত। তিনি বলেন, “ ডেভিড অন্যতম ভারতীয় রিক্রুট যাকে আমরা অনেকদিন ধরেই সই করানোর জন্য চেষ্টা করছিলাম। ডুরান্ড কাপ ও কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা ডেভিডই। ওর গোল করার ক্ষমতা আমার দৃষ্টি আকর্ষণ করে। তখন থেকেই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অঙ্গ হয়ে যায় ডেভিড। ওর মতো একজন মুক্তোকে আমি দলে স্বাগত জানাচ্ছি।“

এদিকে লাল-হলুদে সই করে ডেভিড বলেন, “ ইস্টবেঙ্গলের মতো ক্লাবের লক্ষ লক্ষ সমর্থক ছড়িয়ে রয়েছেন গোটা বিশ্বে। আবেগপ্রবণ সমর্থকদের সামনে খেলতে আমি সবসময়ে পছন্দ করি। ইতিমধ্যেই আমি মহেশ, নন্দকুমার ও লালছুংয়ের সঙ্গে সময় কাটিয়েছি। ওরা খুবই ভালো। সবসময়ে মোটিভেট করে। ইস্টবেঙ্গল জার্সিতে আমি নিজের সেরাটা দিতে চাই।“
২০২৩ সালে সাদা-কালো ক্লাবে সই করেন ডেভিড। ডুরান্ড কাপে ছটি গোল করেন তিনি। গোল্ডেন বুটও পান ডেভিড। কলকাতা লিগে ২১টি গোল করে মহামেডান স্পোর্টিংকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন তিনি। আই লিগে পাঁচটি গোল ও দুটো অ্যাসিস্ট করেন ডেভিড। আর ডেভিডের যোগদানে যে শক্তিবাড়াল ইস্টবেঙ্গল , তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন- আজ ইউরো কাপের অভিযান শুরু পর্তুগালের, সামনে চেক


 
 
 
 




































































































































