বাংলার সিনে শিল্পের সঙ্গে জড়িতদের জন্য সুখবর। কমছে সিনেমা হলে প্রদর্শনের রেট। EIMPA-র তরফে এই বুধবার, এই ঘোষণা করা হবে। দীর্ঘদিন ধরে এই দাবি করছিলেন পরিবেষকরা। সেই দাবি এবার মেনে নেওয়া হচ্ছে। এতে বাংলা সিনেমা (Cinema) শিল্প চাঙ্গা হবে।বুধবার, বাংলা সিনেমা শিল্পের উন্নয়নে বিরাট ঘোষণা হতে চলেছে। কমছে সিনেমা হলে প্রদর্শনের রেট। এখন একটা হলে (Hall) একটি করে শো ৭ দিনের জন্য ৭ হাজার টাকা নেওয়া হয়। সেটা এখন কমিয়ে করা হচ্ছে মাত্র ২১০০টাকা। অর্থাৎ দিন প্রতি খরচ হাজার টাকা থেকে কমে হচ্ছে ৩০০টাকা। সিনেমা শিল্পের জন্য এটি নিঃসন্দেহে বিশাল উৎসাহ ব্যাঞ্জক। কারণ এর জেরে কমতে পারে টিকিটের দাম। ফলে ফের সিনে-প্রেমীরা হলমুখী হবেন বলে আশা। একই সঙ্গে কমবে একটি ফিল্মের পরিবেশনার খরচ। ডিজিটাল প্ল্যাটফর্মের জন্যেও খুশির খবর। বুধবার, এই বিষয়ে সাংবাদিক বৈঠক ডেকেছে EIMPA। সেখানে প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত আর কী কী ঘোষণা করেন- সেদিকেই তাকিয়ে সিনে-মহল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.