মহিলা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে রশ্মি মেদিনীপুর উইজার্ডস জয়ী, কাশিশের ৬৯ রান

0
2

সোমবার যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাসে উইমেন বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে লাক্স শ্যাম কলকাতা টাইগার্সকে ২৮ রানে হারিয়ে দিল রশ্মি মেদিনীপুর উইজার্ডস। তাদের হয়ে কাশিশ আগরওয়াল ৫৭ বলে ৬৯ রান করেন। দেবরাতি গুহ ১১ রান দিয়ে ৩ উইকেট নেন, অঙ্কিতা বর্মন ১৩ রানে দিয়ে ২ উইকেট তুলে নেন এবং মনিকা মাল ২১ রান দিয়ে ২ উইকেট নেন।

প্রথমে ব্যাট করে মেদিনীপুর উইজার্ডস ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রান করে।কলকাতা টাইগার্সের হয়ে অধিনায়ক মিতা পল ২৪ রানে ৩ উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে গিয়ে কলকাতা টাইগার্সরা দ্রুত উইকেট হারায়। ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৯৫ রানে তাদের ইনিংস গুটিয়ে যায়। কলকাতা টাইগার্সের হয়ে মিতা সর্বোচ্চ ২৮ রান করেন।