একনজরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের নামের তালিকা

0
2

ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে আগরতলা-শিয়ালদহ ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় বেসরকারি সূত্রে প্রাণ হারিয়েছেন ১৫ জন। আহত ৬০ জনের বেশি। আহতদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক। বেশিভাগের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

এদিকে দুর্ঘটনায় মৃতদের মধ্যে এখনও পর্যন্ত ৪ জনের পরিচয় পাওয়া গিয়েছে। ২ জন মালগাড়ির চালক, ১ জন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রেল গার্ড এবং অন্য ১ জন আবগারি বিভাগের সাব ইন্সপেক্টর, তাঁর নাম সেলাব সুব্বা। বাকি ৪ জনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

অন্যদিকে, আহতের মধ্যে ৩৭ সার্জিক্যাল কেস (৮ জনের গুরুতর অবস্থা), ৪ অর্থোপেডিক কেস। দুর্ঘটনার জেরে যাঁরা হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের নামের তালিকা-

১. পার্থ সারথী মণ্ডল
২. মাখন সেন
৩.মনোজ কুমার দাস
৪. ছবি মণ্ডল
৫. তন্ময় ঘোষ
৬. সুশীল মণ্ডল
৭. শ্রীকান্ত পাত্র
৮. সৌনক সাহা
৯. পবন দাস
১০. অজিত
১১. শিবা মণ্ডল
১২. পুতুল মণ্ডল
১৩. শক্তি বিশ্বাস
১৪. মন কুমার
১৫. বিশ্বনাথ শর্মা
১৬. অনুপ দাস
১৭. মিঠু সিনহা
১৮. অনিতা দাস
১৯. ইন্দ্রজিৎ মণ্ডল
২০. রাজকুমার বঁতগিল
২১. স্নেহা মণ্ডল
২২. হাসান শেখ
২৩. রিপা ঘোষ
২৪. রূপন ঘোষ
২৫. গোপাল ঘোষ
২৬. পরিচয়হীন
২৭. সম্পা পাল
২৮.সন্ধি সরকার
২৯. হাসি বব
৩০. নিতাই পাল
৩১. খুশি সরকার
৩২. চণ্ডী সরকার
৩৩. জিমি দত্ত
৩৪. দিলদার হোসেন
৩৫. শান্তনু ভুঁইয়া
৩৬. সোহেল রিয়াল
৩৭. স্মৃতি মণ্ডল
৩৮. রঞ্জিত কুমার
৩৯. বিলাস মজুমদার
৪০. সুদেশ লোহার