সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ইউরো কাপের অভিযান শুরু করল ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে একমাত্র গোল জুড বেলিংহ্যামের । সার্বিয়ার বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট তুলে মাঠ ছেড়েছে গ্যারেথ সাউথগেটের ছেলেরা। তবে ইংল্যান্ডকে চিন্তাই রাখবে গোল সুযোগের প্রবণতা।

ম্যাচে প্রথম থেকেই দাপট দেখায় ইংল্যান্ড। ম্যাচের ১৩ মিনিটেই লিড নেয় ইংল্যান্ড। বুকায়ো সাকার বাড়ানো বলে গোল করেন বেলিংহ্যাম। ব্যস এই শেষ। এরপর আক্রমণে গেলেও গোল করতে পারেনি সাউথগেটের দল।

দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। শেষের ৪৫ মিনিটে ইংল্যান্ডকে স্বস্তিতে রাখেনি সার্বিয়া। বার বার ইংরেজ রক্ষণ ভেঙে ঢুকে পড়তে থাকে তারা। ৫৯ মিনিটে পেনাল্টির আবেদন করে সার্বিয়া। এরপর পাল্টা আক্রমণ চালায় ইংল্যান্ড। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি তারা।
আরও পড়ুন- Breakfast Sports: ব্রেক্ফাস্ট স্পোর্টস



 
 
 
 



































































































































