পুজো দিতে এসে বিপত্তি। শিশুসহ নিমতলা ঘাট (Nimtala ghat) থেকে গঙ্গায় তলিয়ে গেল স্করপিও গাড়ি। দুর্ঘটনার সময় গাড়িতে একটি শিশু ছিল। স্থানীয় সূত্রে জানা যায় রবিবারের সকালে নিমতলা ঘাট সংলগ্ন একটি মন্দিরের পুজো দিতে আসে এক পরিবার। গাড়িটি নিউট্রাল মোডে পার্ক করেন তাঁরা। এরপর আচমকাই গাড়ি গড়িয়ে যায় গঙ্গায় (Ganga river)। স্থানীয়দের মধ্যে হৈ চৈ পড়ে যায়। দ্রুত জলে নেমে উদ্ধার কাজ শুরু করেন ঘাট সংলগ্ন এলাকার মানুষ।


সেই সময় গঙ্গায় বেশ কিছু লোক স্নান করছিলেন। প্রাথমিকভাবে তাঁরাই উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নিমতলা গঙ্গার ঘাটে। গাড়ির ভেতরে থাকা কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জল থেকে গাড়ি টেনে তুলতে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবেলা দল সেখানে পৌঁছেছে।








































































































































