পাঁচটি প্লাটফর্মের সম্প্রসারণের কারণে গত সপ্তাহ জুড়ে নিত্যযাত্রীদের চরম দুর্ভোগে ফেলেছিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)। এক সপ্তাহ যেতে না যেতে আবার ট্রেন বিভ্রাটের খবর। আজ (শনিবার) এবং আগামিকাল (রবিবার) বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল (Eastern railway)। শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল ৬:৩০ মিনিট পর্যন্ত দমদম ও বরাহনগর স্টেশনের মাঝে আপ লাইনে কাজ চলবে। অতএব যাত্রী ভোগান্তি চরমে উঠতে চলেছে আজও।
শিয়ালদহ ডিআরএম অফিস সূত্রে জানা যাচ্ছে দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝেও আপ ও ডাউন উভয় লাইনে কাজ চলার কারণে শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের গতিপথ বদলানো হয়েছে। কলকাতা-সীতামারি এক্সপ্রেস, শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস শনিবার দমদম-ডানকুনির বদলে দমদম-নৈহাটি-ব্যান্ডেল হয়ে চালানো হবে। এছাড়া শিয়ালদহ-জয়নগর স্পেশালও ডানকুনির বদলে নৈহাটি-ব্যান্ডেল হয়ে চালানো হবে।
শনিবার শিয়ালদহ ডানকুনি লাইনে বাতিল থাকছে আপ ৩২২৪৯ ও ডাউন ৩২২৫২ লোকাল। রবিবার শিয়ালদহ-ডানকুনি লাইনে আপ ৩২২১১, আপ ৩২২১৩, আপ ৩২২১৫ ও আপ ৩২২১৭ লোকাল এবং ডাউন ৩২২১২, ডাউন ৩২২১৪, ডাউন ৩২২১৬ ও ডাউন ৩২২১৮ লোকাল বাতিল থাকছে।