মার্চ মাসে তাঁর ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তারপর থেকে পাপারাৎজিদের একাধিক গুঞ্জনে ভরে যায় নেটদুনিয়া। তবে কয়েকমাসের কেমো থেরাপি যে তাঁর সৌন্দর্যে এতটুকু মলিনতা আনতে পারেনি তা শনিবার আরও একবার চাক্ষুষ করল গোটা দুনিয়া। তিন সন্তানকে নিয়ে প্রকাশ্যে দেখা গেল কেট মিডলটনকে।


শনিবার সকাল ১০টা নাগাদ বাকিংহাম প্যালেসে ঘোড়ার গাড়িতে ঢুকতে দেখা যায় যুবরানি কেটকে। সঙ্গে ছিলেন স্বামী উইলিয়াম, তিন সন্তান – প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট ও প্রিন্স লুইস। আগের মতই হাসি মুখ। এতটুকু কষ্টের দাগ নেই সেই হাসিতে। উৎসাহী মানুষকে হেসে যেন মনের জোর দিলেন তিনি।

বাকিংহাম প্যালেসে শনিবার ইংল্যান্ডের সেনাবাহিনীর ফ্লাইপাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুবরাজ উইলিয়াম সপরিবারে উপস্থিত হন। লন্ডনে রাজতন্ত্র বিরোধী আন্দোলন সম্প্রতি মাথাচাড়া দেওয়ায় রাজপরিবারের অভিবাদন গ্রহণ অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করে স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ। আর ডিসেম্বরের পরে সব আগল সরিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কেট মিডলটন।









































































































































