নিট ২০২৪-এ (NEET 2024) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (NTA) নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা পরিচালনাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা হয়েছে এদিন তার শুনানি হয়। এই আবেদনগুলিতে নিট-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। সেই সময়ই এই নিয়ে মতামত জানতে কেন্দ্র এবং সিবিআই-কেও নোটিশ জারি করেছে শীর্ষ আদালত।

মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি নাথ এবং বিচারপতি আমানুল্লার অবকাশকালীন বেঞ্চে NEET আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (National Testing Agency) থেকে জবাব চেয়েছিল। এই প্রসঙ্গে গ্রেস মার্কসের বিষয়টিও উঠে আসে।এনটিএয়ের তরফে দাবি করা হয়, দেশজুড়ে ২৪ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়। পরে সেই ছাত্র ছাত্রীদের পুনর্মূল্যায়ন কথাও বলা হয়। নিট পরীক্ষা পরিচালনাকে চ্যালেঞ্জ জানিয়ে সাতটি আবেদনের উপর সুপ্রিম কোর্টে শুনানি হয় শুক্রবার। এই আবেদনগুলিতে নিট-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার অবসরকালীন বেঞ্চ শুক্রবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর একটি আবেদনের প্রেক্ষিতে মামলার ব্যক্তিগত পক্ষগুলিকেও নোটিশ জারি করেছে। এনটিএ-এর আবেদনে, মামলার বহুবিধতা এড়ানোর জন্য নিট ইউজি পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন উচ্চ আদালতে বিচারাধীন মামলাগুলিকে শীর্ষ আদালতে স্থানান্তর করার অনুরোধ করা হয়েছে।অবকাশকালীন বেঞ্চ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)এর কাছেও নোটিশ পাঠিয়ে দুই সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে। আদালত বলেছে,এই মামলায় সুপ্রিম কোর্টে নথিভুক্ত সবকটি পিটিশন ৮ জুলাই শুনানির জন্য গ্রহণ করা হবে। ঐ দিনই শীর্ষ আদালত গ্রীষ্মের ছুটির পরে কাজ শুরু করবে।








































































































































