বিপদ বাড়ল পার্থর! নিয়োগ মামলার তদন্তে নেমে ফের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

0
1

বৃহস্পতিবারই জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন। আর শনিবার প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। এবার নিয়োগ মামলার তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আরও সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, কলকাতার পাটুলি-সহ বেশ কয়েকটি জায়গায় হানা দিয়ে তাঁর একাধিক জমি বাজেয়াপ্ত (Seized) করা হয়েছে।

তবে শুধু কলকাতা নয়, তালিকায় রয়েছে বোলপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের নামও। ওই এলাকা থেকেও বেশ কিছু জমি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। তবে ইতিমধ্যে যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের নামে নয়। কিন্তু এসবই পরোক্ষে পার্থের বলেই তদন্তে জানতে পেরেছেন ইডি আধিকারিকেরা। ইডির অভিযোগ, শুধুমাত্র বোলপুরেই অন্তত পাঁচটি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছিল। যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। জমির পাশাপাশি পার্থর মোটা অঙ্কের টাকা একাধিক সংস্থার কাছ থেকে উদ্ধারও করেছে ইডি। নিয়োগ মামলার সঙ্গে এই সব জমি, সম্পত্তি এবং টাকার যোগ আছে বলেই ধারণা ইডির।

এই বিপুল পরিমাণ সম্পদ থাকার পরও নিজেকে নির্দোষ বলে দাবি করেন পার্থ। যার জন্য তিনি জামিনও চান বারবার। কিন্তু তা মেলেনি। এখনও প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে তাঁর শারীরিক অসুস্থতার জেরে চিকিৎসা করাতে চেয়ে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। এই আবহে নামে–বেনামে পার্থ চট্টোপাধ্যায়ের আরও কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। ইডি সূত্রে খবর, বাজেয়াপ্ত করা জমির মূল্য প্রায় কয়েক কোটি টাকা।